নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট সাকিব


প্রকাশিত: ০১:৩২ পিএম, ১৪ জুলাই ২০১৫

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি ওয়ানডে খেলে এখনো উইকেটের দেখা পাননি সাকিব আল হাসান। ২০০ উইকেটের মাইলফলক ছুঁতে আর মাত্র দুটি উইকেট প্রয়োজন তার। কিন্তু অধরা এই উইকেট না পেলেও নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট বিশ্বসেরা এই অলরাউন্ডার।


উইকেট না পেলেও নিজের মন মত বোলিং করতে পেরে খুশি সাকিব। উইকেটের চেয়ে দলে অবদান রাখাকে গুরুত্বপূর্ণ মনে করেন এই অলরাউন্ডার। ‘আমার কাছে মনে হয়, অনেক দিন শেষ ম্যাচে আমি ভালো বোলিং করেছি। আমি যেভাবে চেয়েছি সেভাবে বোলিং করতে পেরেছি। সেজন্য আমি সন্তুষ্ট। পুরস্কার (উইকেট) পেলে তো অবশ্যই ভালো লাগে। আমি ওগুলো নিয়ে খুব বেশি চিন্তিত না। ভালো বল করছি, দলে অবদান রাখতে পেরেই আমি খুশি।’


আইসিসির করা ওয়ানডে ক্রিকেটের নতুন নিয়মে খেলছে দুদল। তবে সাকিব এতে তেমন কোন পরিবর্তন দেখেন না। ‘আগে যেটা ছিল এখনও সেটা আছে। আমার কাছে মনে হয় না খুব বেশি পরিবর্তন এসেছে। যেটা হয়েছে এখন ব্যাটসম্যানরা বেশি চার্জ করে না।’

তবে স্লো উইকেটে ব্যাটসম্যানরা আক্রমণাত্মক ব্যাটিং কম করায় উইকেট পাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে বলে মনে করেন সাকিব। তবে নিজের সেরা বোলিংটাই করতে চান এই টাইগার। ‘স্বাভাবিকভাবেই ওয়ানডে ম্যাচে উইকেট পাওয়াটা কঠিন। ও ধরণের পিচ না হলে। উইকেট পাওয়া আমি সব সময় মনে করি ভাগ্যের উপর নির্ভর করে। কিন্তু ভালো বল করাটা আমার হাতে। আর আমি এটাই চেষ্টা করি।’


প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের আশা নিয়ে বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নামছে বাংলাদেশ।

আরটি/এমআর/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।