ভারত-পাকিস্তানের চেয়েও শক্তিশালী দক্ষিণ আফ্রিকা


প্রকাশিত: ১২:২৪ পিএম, ১৪ জুলাই ২০১৫

টানা চতুর্থ সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। এর আগে হারিয়েছে ভারত-পাকিস্তানের মত বিশ্বজয়ী দলকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেলে ভারত-পাকিস্তানের থেকেও বড় জয় হবে বলে জানান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার মতে সব বিভাগে শক্তিশালী প্রোটিয়াদের হারাতে অনেক বেশি চ্যালেঞ্জ নিতে হচ্ছে।

ভারত-পাকিস্তানের বিপক্ষের জয়কে ছোট করে দেখছেন না এই অলরাউন্ডার। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিততে পারলে সেটা অনেক বড় বলে মানছেন তিনি। ‘অবশ্যই পাকিস্তান ও ভারতের থেকে বড়। কারণ এই জিনিসগুলো তো আমরা আগে কখনো করিনি। যে জিনিসটা আগে করিনি স্বাভাবিকভাবে সেই জিনিসটা অবশ্যই বড় হবে। এর আগে তো কখনো দক্ষিণ আফ্রিকাকে সিরিজে হারাতে পারিনি। যদি সিরিজটি জিততে পারি তাহলে অনেক বড় ব্যাপার হবে।’

ছোট বড় তকমায় না গিয়ে সব ম্যাচকেই সমান গুরুত্ব দেন বলে জানান সাকিব। সেটা যে কোন দলের বিপক্ষেই হোক। তবে প্রোটিয়াদের বিপক্ষে এই ম্যাচকে অনেক বড় সুযোগ মানছেন তিনি। ‘সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা যখন মাঠে নামি তখন তো সব ম্যাচই জেতার চিন্তা থাকে। হ্যা এই ম্যাচটি সিরিজ নির্ধারণী। স্বাভাবিকভাবেই একটু বেশি গুরুত্বপূর্ণ। অনেকদিন ধরে ঘরের মাঠে হারিনি। আমাদের জন্যে আরেকটি সুযোগ যে ম্যাচটি ভালোমত খেলতে পারি এবং জিততে পারি। অবশ্যই বড় একটা সুযোগ। আমি বলবো না অত বড় ম্যাচ। তবে আমাদের জন্যে সুযোগটা অনেক বড়।’

এর আগে কখনো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় পায়নি টাইগাররা। শেষ ম্যাচের জয় সহ মাত্র দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। এই সুযোগ হাতছাড়া করতে চাননা সাকিব। নিজেদের সেরাটা খেলে জয় তুলে নেবার ব্যাপারে আশাবাদী এই অলরাউন্ডার।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে মোকাবেলা করবে দুই দল।

আরটি/এমআর/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।