আত্মসমর্পণ করে শর্ত সাপেক্ষে জামিন পেলেন ত্বকীর বাবা


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১৪ জুলাই ২০১৫

৭০ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। রফিউর রাব্বি নারায়ণগঞ্জের নিহত মেধাবি ছাত্র ত্বকীর বাবা। মঙ্গলবার দুপুরে তিনি নারায়ণগঞ্জের একটি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেন।
 
রফিউর রাব্বির আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান জাগো নিউজকে জানান, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশীদের আদালতে রফিউর রাব্বি আত্মসমর্পণ করেন। এসময় তিনি ৭০ লাখ টাকার চেক প্রত্যাখাতের ঘটনায় ৩৫ লাখ টাকা আদালতে জমা দেন। পরে তিনি জামিন চাইলে আদালত আগামী ২৫ আগস্ট এর মধ্যে উচ্চ আদালতে আপিল করার শর্তে জামিন প্রদান করেন।
 
এর আগে ২৪ জুন একই আদালত রফিউর রাব্বিকে এক বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে আরো ২ কোটি ১০ টাকা লাখ অর্থদণ্ড করেন।
 
মো.শাহাদাৎ হোসেন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।