আইপিএল দুর্নীতি : চেন্নাই-রাজস্থান দুই বছরের জন্য নিষিদ্ধ


প্রকাশিত: ০৮:২৩ এএম, ১৪ জুলাই ২০১৫

আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। আইপিএলে দুর্নীতি তদন্তে গঠিত বিচারপতি লোধা কমিটি আজ এ রায় ঘোষণা করে। আইপিএল ২০১৩ দুর্নীতি কেলেংকারিতে জড়িত চেন্নাই সুপার কিংসের গুরুনাথ মেইয়াপ্পান ও রাজস্থান রয়্যালসের রাজ কুন্দ্রাকে আজীবনের জন্য ক্রিকেটের সমস্ত কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।
 
গুরুনাথ মেইয়াপ্পান হচ্ছেন চেন্নাই সুপার কিংসের মালিক এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের মেয়ে জামাই এবং রাজ কুন্দ্রা রাজস্থান রয়্যালসের অন্যতম স্বত্বাধিকারী বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী। কুন্দ্রারও বিপুল অংকের শেয়ার রয়েছে রাজস্থান রয়্যালসে। শ্রীশান্তসহ আরও কয়েকজন ক্রিকেটার আইপিএলে স্পট-ফিক্সিং কেলেংকারির সঙ্গে জড়িত থাকার দায়ে গ্রেফতার হওয়ার পর দু’বছর আগে এর তদন্ত  শুরু হয় । আজ মঙ্গলবার এ তদন্তের রায় ঘোষণা করা হবে।

২০১৩  সালে আইপিএলে দুর্নীতির পরিপ্রেক্ষিতে ভারতের সুপ্রিম কোর্ট মুদগাল কমিটি গঠন করে। কমিটিতে ছিলেন ভারতের অবসরপ্রাপ্ত বিচারপতি আরএম লোধা। সুপ্রিম কোর্ট তাকে প্রধান করে এ বছর ২২ জানুয়ারি গঠন করে লোধা কমিটি। মঙ্গলবার এই কমিটি গুরুনাথ ও কুন্দ্রা এবং তাদের ফ্র্যাঞ্চাইজির শাস্তি ঘোষণা করবে।

মুদগাল কমিটি আগেই এই দু’জনকে আইপিএলে বেটিংয়ের সঙ্গে জড়িত থাকার জন্য দোষী সাব্যস্ত করে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।