মেসিকে ম্যারাডোনার তোপ


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ১৪ জুলাই ২০১৫

ক্লাবের হয়ে সেরাটা দিতে পারলেও দেশের জার্সিতে তা পারেন না। লিওনেল মেসির বিরুদ্ধে এই অভিযোগ সবাই করে আসেন। সবসময় প্রশংসা করা ম্যারাডোনাও এবার এক হাত নিলেন মেসির। ১৯৮৬ বিশ্বকাপজয়ীর মতে ক্লাবের হয়ে যে ফুটবলটা খেলেন সেটা দেশের হয়ে খেলতে পারছেন না মেসি।

ক্লাবের হয়ে ভুরিভুরি গোল দিতে পারলেও দেশের হয়ে জালের ঠিকানা পাননা বললেন ম্যারাডোনা। ‘আর্জেন্টিনায় বিশ্বের সেরা ফুটবলার আছে। রিয়েল সোসিয়েদাদের বিরুদ্ধে মেসি চার গোল করতে পারে, কিন্তু দেশের হয়ে একটা বলও ঠিক করে ধরতে পারে না`।

তবে হারের দায় সবার সমান এমনটাই মনে করেন ম্যারাডোনা। `মেসি দারুণ প্লেয়ার বলে ওকে আগলে রাখা ঠিক নয়। একটা দলে সবাই তো সমান।`

শুধু ম্যারাডোনাই নয়, কোপা আমেরিকা ফাইনাল হারের পর মেসির দাদুও তাকে অলস বলতে ছাড়েননি। তবে অনেকে বলে থাকেন মেসি ভাল খেললেও নাকি আর্জেন্টিনা টিম খেলতে পারেনা।

আরটি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।