যশোরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১


প্রকাশিত: ০৭:১০ এএম, ১৪ জুলাই ২০১৫

যশোরে বরফ কারখানায় অ্যামনিয়া গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আক্তার হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে শহরের খালধার রোডের আক্কাস আলী বরফ কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত আক্তার হোসেন ওই কারখানার মেশিন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের বিল্লাল শিকদারের ছেলে। এসময় আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন যশোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইব্রাহিম হোসেন (৩৮)।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে বরফ কারখানায় অ্যামনিয়া গ্যাস (বরফ তৈরি কাজে ব্যবহৃত) সিলিন্ডার মেরামত করছিলেন আক্তার হোসেন। এক পর্যায়ে ওই গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এসময় আগুন ধরে যায় কারখানায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। এসময় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইব্রাহিম হোসেনের শরীরে আগুন লেগে যায়। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, ইব্রাহিম হোসেনের শারীরিক অবস্থা খুব বেশি খারাপ বলে মনে হচ্ছে না। তবে পরীক্ষা নিরীক্ষা করে আরো স্পষ্ট করে বলা যাবে।

মিলন রহমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।