মুক্তিযোদ্ধার আত্মহত্যা : তদন্ত কমিটি গঠন


প্রকাশিত: ০৬:৪৩ এএম, ১৪ জুলাই ২০১৫

মুক্তিযোদ্ধা আইয়ুব খানের আত্মহত্যার ঘটনায় এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তথ্য সচিব মোর্তুজা আহমেদকে এ কমিটির দায়িত্ব দেয়া হয়েছে বলে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, আইয়ুব খানের আত্মহত্যার ঘটনায় কমিটি গঠন সংক্রান্ত সারসংক্ষেপ মঙ্গলবার প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা আইয়ুব খান গত ০৭ জুলাই  সকালে রাজধানীর তোপখানা রোডের কর্ণফুলী হোটলের ২০৪ নম্বর কক্ষে বিষপান করেন। পরে খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলজে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ৭০২ নম্বর কক্ষে তাঁকে ভর্তি করা হয়। দুপুর ১২টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়। পরে ২০৪ নম্বর কক্ষে তল্লাশি চালায় পুলিশ। এ সময় সেখান থেকে তার লেখা চার পৃষ্ঠার একটি চিঠি উদ্ধার করা হয়।

চিঠিতে তিনি লিখেছেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান তাকে বাসা থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। এই অপমান সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

এসএ/এসআইএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।