আমি আইন ভঙ্গ করবোই : পাপন


প্রকাশিত: ০৫:২১ এএম, ১৪ জুলাই ২০১৫

অনুশীলন বন্ধ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগের দিন হঠাৎ করেই ক্রিকেটারদের নিয়ে জরুরি মিটিংয়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। টিম রুলস ভেঙ্গে কথা বলেন দল নির্বাচন নিয়েও।  এর ফলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় বিসিবিকে।  

কিন্তু সেই দ্বিতীয় ওয়ানডেতেই দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যাবধানে হারিয়ে দেওয়ায় মিটিং এর সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করছেন তিনি।

সোমবার সাংবাদিকদের পাপন জানান, আর সবচেয়ে বড় কথা, টিম পারফর্ম না করলে, আপনারা(সাংবাদিকরা) যদি আমাকে সবাই বলেন যে আইন হলো আপনি কারো সাথে কথা বলতে পারবেন না, এইটা আমার পক্ষে সম্ভব না। কাজেই আমি আইন ভঙ্গ করবোই!

নাজমুল হাসান আরো বলেন, গণমাধ্যম ওদের কাজ করবে, ওরা লেখবে। ভালও লেখবে, খারাপও লেখবে। ওগুলো দেখে তো আর আমার বসে থাকলে চলবে না! আমার যেটা মনে হয় যেটা করা উচিত, সেটা আমি করবো।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।