সিরাজগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫


প্রকাশিত: ০৪:২১ এএম, ১৪ জুলাই ২০১৫
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজারে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সলঙ্গা থানার রানীনগর এলাকার মৃত ছমেদ আলীর ছেলে আমজাদ হোসেন (৪৬), একই থানার তেলকুপি গ্রামের মৃত শামসুল হকের ছেলে জাহাঙ্গীর মাস্টার (২৫), দত্তকোশা গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশরাফুল ইসলাম (২৬), একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান (৪০) ও অটোরিকশা চালক দাদুনপুরের আব্দুল হাকিমের ছেলে বকুল হোসেন (২২)। এ ঘটনায় নিহত মাহমুদুলের স্ত্রী তানিয়া খাতুনসহ ৪জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, শাহজাদপুর থেকে নবীনবরণ নামে একটি যাত্রীবাহী বাস রাজশাহী অভিমুখে যাচ্ছিল। এদিকে হাটিকুমরুল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা উল্লাপাড়া যাওয়ার পথে বোয়ালিয়ায় পৌঁছালে বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয় এবং বাসের ৪ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার কাজ শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।

বাদল ভৌমিক/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।