পয়েন্ট হারালো বার্সেলোনা


প্রকাশিত: ০৫:৪৮ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৪

স্প্যানিশ লা লিগায় বুধবার মালাগার বিপক্ষে খেলতে নামে বার্সেলোনা। ঘরের মাঠে খেলা হলে যতটুকু সুযোগ পাওয়া যায়, তার সবটুকুই কাজে লাগিয়েছে মালাগা। বার্সেলোনার খেলোয়াড়দের উপর চড়াও হয়ে খেলে তারা। ফলে মেসি-নেইমার-পেদ্রোরা মালাগার জালের নিষানা পায়নি। কাতালানদের জাল কাঁপাতে পারেনি স্বাগতিক মালাগাও। ফলে গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ম্যাচ।

এই ড্রয়ের ফলে লিগে প্রথম পয়েন্ট খোয়ালো বার্সা। কাতালান ক্লাবটির দায়িত্ব নেয়ার পর কোচ লুইস এনরিকেও এটি প্রথম পয়েন্ট খোয়ানো। শেষ হল বার্সেলোনার শতভাগ জয়ের সূচনাটা। যদিও ম্যাচের ৬৯ শতাংশ বলের দখল ছিল বার্সার। কিন্তু তারপরও মেসি-নেইমাররা গোলের দেখা পাননি। গোল না পাওয়ার কারণ, মালাগা প্রতিপক্ষ বার্সেলোনাকে কোনো গ্যাপ দিয়ে খেলেনি।

তার উপর রক্ষণভাগকে ম্যাচের শুরু থেকেই অভেদ্য দেয়াল বানিয়ে রাখার চেষ্টা করেছে মালাগা। আর সে কারণেই দারুণ ফর্মে থাকা বার্সেলোনা গোল বঞ্চিত হয়।

এই ড্রয়ের ফলে ৫ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।