ঈদের আগে পুঁজিবাজারের শেষ লেনদেন মঙ্গলবার
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বুধবার (১৫ জুলাই) থেকে সোমবার (২০ জুলাই) পর্যন্ত ৬ দিন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার। ফলে মঙ্গলবার (১৪ জুলাই) রমজান মাসের শেষ লেনদেন হবে শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ছয়দিন ডিএসই ও সিএসইতে লেনদেনের পাশাপাশি শেয়ারবাজারের যাবতীয় কার্যক্রমও বন্ধ থাকবে। ঈদের ছুটির পর ২১ জুলাই থেকে পুঁজিবাজারের লেনদেন আবার শুরু হবে। ওই সময় সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হবে।
এখন রমজান মাস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে বেলা দেড়টায় শেষ হচ্ছে। এর ফলে স্বাভাবিক সময়ের তুলনায় ১ ঘণ্টা কম লেনদেন হচ্ছে।
ঈদের ছুটির পর একই সঙ্গে দুই স্টক এক্সচেঞ্জের অফিস আগের সময় অনুযায়ী সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে।
এসআই/এসআইএস/আরআইপি