বরিশালে সড়কের নাম পরিবর্তন
বরিশাল নগরীর প্রবেশ দ্বার ঢাকা-বরিশাল মহাসড়কের গড়িয়ারপাড় মোড় থেকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু (দপদপিয়া সেতু) পর্যন্ত সিঅ্যান্ডবি সড়কের নাম পরিবর্তন করে শওকত হোসেন হিরণ সরণি করা হচ্ছে। সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সভায় এ প্রস্তাব উত্থাপন করা হয়। উপস্থিত সকলে এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন।
সভায় উপস্থিত সদস্যদের জেলা প্রশাসক ড. মো. সাইফুজ্জামান জানান, প্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ হিরণ সিঅ্যান্ডবি সড়কের নাম শওকত হোসেন হিরণ সরণি করার জন্য যোগাযোগ মন্ত্রাণালয়ে আবেদন করেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য মন্ত্রণালয় থেকে জেলা উন্নয়ন কমিটির মতামত জানতে চাওয়া হয়েছে। এর প্রেক্ষিতে সভায় সড়কের নাম পরিবর্তনের প্রস্তাব উত্থাপন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. সাইফুজ্জামান। সভায় তিনি সাম্প্রাতিক সময়ের অবিরাম বৃষ্টিতে বরিশাল জেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে সৃষ্ট খানাখন্দক ঈদের আগে সংস্কারের নির্দেশ দেন।
সভায় উপস্থিত সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালেদ মো. শাহেদ জানান, বৃষ্টি শেষ হওয়ার পরপরই খানাখন্দক সংস্কারের কাজ শুরু করা হয়েছে। আর ঈদের আগেই এ কাজ শেষ করা হবে।
সাইফ আমীন/এআরএ/এমআরআই