বাণিজ্যমন্ত্রীর রোগমুক্তি কামনায় ভোলায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত


প্রকাশিত: ১২:০১ পিএম, ১৩ জুলাই ২০১৫

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের বুকে ব্যাথাজনিত অসুস্থতা নিয়ে সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। তার সুস্থ্যতা ও রোগমুক্তি কামনায়  দুপুরে ভোলার দৌলতখান, বোরহানউদ্দিন,  বাংলাবাজার ছাড়াও জেলা শহরের পৌর এলাকার ৭৫টি মসজিদে দোয়া-মোনাজাত করা হয়েছে।

পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান জাগো নিউজকে জানান, পৌর এলাকার সকল মসজিদে দোয়া-মোনাজাতে মুসল্লিরা অংশ নেন। বাণিজ্যমন্ত্রীর পক্ষ থেকে প্রত্যেক মসজিদের ঈমাম, মোয়াজ্জেম ও তাদের স্ত্রীদের জন্য শাড়ি-লুঙ্গিও দেয়া হয়। বোরহানউদ্দিনে দোয়া-মোনাজাতে অংশ নেয়ার পাশপাশি উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল।

অপরদিকে তোফায়েল আহমেদের নিজ এলাকা বাংলাবাজারে দুপুরে ফাতেমা খানম জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া-মোনাজাত পরিচালনা করেন ওই মসজিদের পেশ ঈমাম মাওলা ফরিদ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ফাতেমা খানম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, ব্যবসায়ী মো. কামাল হোসেনসহ স্থানীয় বিভিন্ন পেশার মানুষ। বিকেলে বাণিজ্যমন্ত্রীর ভোলায় আসার কথা ছিল। অসুস্থতার কারণে ওই প্রোগ্রাম বাতিল করা হয়।

অমিতাভ অপু/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।