সেমিফাইনালে অনিশ্চিত ডি মারিয়া


প্রকাশিত: ০৭:৪৫ এএম, ০৬ জুলাই ২০১৪

প্রায় দুই দশক পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নিঃসন্দেহে মেসিদের জন্য আনন্দের সংবাদ। সঙ্গে দুঃসংবাদও রয়েছে। উরুতে চোট পাওয়ায় সেমিফাইনালে ডি মারিয়ার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে খেলতে গিয়ে উরুতে চোট পেয়েছেন ডি মারিয়া। এ জন্য খেলার ৩৩ মিনিটে মাঠ থেকে উঠে গেছেন রিয়াল মাদ্রিদ তারকা। অবশ্য এর আগে তার ঠেলে দেওয়া বলে গোল করেছেন গঞ্জালো হিগুয়েন। ওই গোলের পর আর জালের ঠিকানা খুঁজে পায়নি আর্জেন্টিনা। তাই ১-০ গোলে জিতেই সেমিফাইনালের টিকিট কেটেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মারিয়ার চোট নিয়ে স্পষ্ট করে কিছুই বলেননি কোচ আলেসান্দ্রো সাবেলা। তিনি বলেছেন, ‘মারিয়া আমাদের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ওর চোট নিঃসন্দেহে আমাদের জন্য দুঃসংবাদ।’

এ ব্যাপারে হিগুয়েন জানিয়েছেন, ‘আশা করছি, দ্রুত সেরে উঠবে মারিয়া। কারণ আমরা জানি, দলের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।