তামিমকে ধাক্কা দেয়ায় সাজা পেলেন রুশো
মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার রিইলে রুশোর আইসিসি আচরণ বিধি অনুযায়ী অপরাধ খুঁজে পেয়েছে আইসিসি। তাই আইসিসি রুশোর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছে।
ঘটনাটি ঘটে কাগিসো রাবাদার বলে তামিম বোল্ড হবার পর। রুশো ঐ সময় প্যাভিলিয়নে ফেরার পথে থাকা তামিমের পাশ দিয়ে যান। টিভি ক্যামেরায় দেখা যায় রুশো ইচ্ছাকৃতভাবে তামিমের বাঁ কাঁধে ধাক্কা দিচ্ছেন। তামিম সঙ্গে সঙ্গে দায়িত্বে থাকা আম্পায়ারকে ব্যাপারটি জানান।
আইসিসির আচরণ বিধি ২.২.৭ ধারায় অমান্য করেন রুশো। এই বিষয়ে ম্যাচ রেফারী ডেভিড বুন বলেন, ‘আমাদের এই খেলার ঐ জায়গায় শারীরিক সংঘর্ষ হবার কথা ছিলনা। এর জন্য অবশ্যই সে শাস্তি প্রাপ্য’।
সেই ঘটনার পর ফারহান বেহারদিনও তামিমের পাশে দিয়ে হেটে গেছেন। সে সময়ও আর একটি সংঘর্ষ হয়েছে বলে জানা যায়। ব্যাপারটিকে ইচ্ছাকৃত মানতে নারাজ বেহারদিন। তার মতে ঘটনাটি শুধু ভুল বোঝাবুঝি।
‘আমার মনে রুশো উইকেট পাওয়ার পর রাবাদাকে শুভেচ্ছা জানাতে যাচ্ছিল। সে তামিমকে দেখেননি।’
আরটি/এমআর/এমএস