সূচক বাড়লেও কমেছে লেনদেন


প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১৩ জুলাই ২০১৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ারবাজারে সূচকের ওঠানামার লেনদেন শুরু হলেও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে ঢাকার বাজারে প্রধান সূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও।

সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে চার হাজার ৬২৮ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪১ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএনইতে আজ টাকার অংকের লেনদেন হয়েছে ৪৯৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৫৯ কোটি টাকা কম। গত কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ৫৫৩ কোটি টাকা।

ডিএসইতে ৩২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৩টির দাম বেড়েছে, কমেছে ১১৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৭৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১০৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৭ কোটি টাকা।

এসআই/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।