কঠিন উইকেটে ভালো ব্যাটিং সৌম্যর
প্রথম থেকে রানের জন্য সংগ্রাম করা প্রোটিয়াদের দেখে মনে হয়েছিল উইকেটে বোলারদের জন্য অসাধারণ কিছু রয়েছে। এমন নয় যে তারা উইকেট বিলিয়ে দিয়েছে। হাসিম আমলার মত নিখুঁত ব্যাটসম্যান পর্যন্ত রুবেলের বল বুঝে উঠতে পারেননি।
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশও ২৪ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেখান থেকে সৌম্য সরকারের অসাধারণ ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাকে সহজেই হারিয়েছে বাংলাদেশ। সৌম্যর ব্যাটিং দেখে মনে হচ্ছিল উইকেট যেন ব্যাটিং স্বর্গ।
তবে এই উইকেটে খেলা কঠিনই ছিল বলে জানান সৌম্য সরকার। উইকেট নিয়ে বলেন, উইকেটটা কঠিন ছিল আমার কাছে মনে হয়। সব বলগুলো ব্যাটে ঠিকমতো আসতেছিল না। কিছু বল স্লো আসে। আবার কিছু বল জোড়ে আসে। উইকেট ভিন্নরকম ছিল। পাকিস্তান কিংবা ভারতের বিপক্ষে যেমন উইকেটে খেলেছি তেমন ছিল না।
প্রায়ই ভালো শুরু করে মাঝপথেই শেষ হয়ে যাচ্ছিল সৌম্যর ইনিংস। ইনিংসকে টেনে বড় করতে পারছিলেননা এই ব্যাটসম্যান। তবে রোববারের ম্যাচ তাকে অনুপ্রেরণা দিবে বলে জানান তিনি। নিয়মিত এভাবেই খেলেতে চান। নিজের ব্যাটিংয়ে সামান্য পরিবর্তন এনে সাফল্য পেয়েছেন মনে করেন সৌম্য।
টাইগার এই ওপেনার আরও বলেন, বড় ইনিংসতো সব সময় স্বত্ত্বি দেয়। অন্যদিন আমি যেভাবে শুরু করেছিলাম। আজকে তার থেকে একটু আলাদা ভাবে করেছি। যখন ৩-৪ ওভারে আমি মাত্র একটি বল খেলেছি। এর মধ্যে দুটি উইকেট পড়ে গেছে। আগে ভাবছিলাম আমি আমার মতোই খেলব। কিন্তু দ্রুত ২টি উইকেট পড়ে যাওয়ার পর আমি আমার পরিকল্পনা চেইঞ্জ করে ছিলাম। কারন তার আগের দুটি ম্যাচ ভাল শুরু করেও শেষ করতে পারিনি। ওইটাই মাথার মধ্যে কাজ করছিল যেন আজকের ম্যাচটা আমি শেষ করতে পারি।
তবে ইনিংসকে বড় করার জন্য নিজের স্বভাবের বাইরে গিয়ে খেলেছেন সৌম্য। আগের চেয়ে কিছু কম শট খেলেছেন এই দিন। আর এতেই ইতিবাচক ফল পান এই নবিন তারকা।
আগামী বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ।
আরটি/এমআর/এমএস