রেলের অগ্রিম টিকিট বিক্রি শেষ হচ্ছে আজ


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ১৩ জুলাই ২০১৫
ফাইল ছবি

ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে চালু হওয়া বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি শেষ হচ্ছে আজ (সোমবার)। আজ বিক্রি হচ্ছে ১৭ জুলাইয়ের টিকিট। যাত্রীরা ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ গুরুত্বপূর্ণ স্টেশন থেকে এই টিকিট সংগ্রহ করছেন।

এদিকে, কমলাপুর রেলওয়ে স্টেশনে আগাম টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। একজন যাত্রীকে সর্বাধিক ৪টি টিকিট দেয়া হচ্ছে এবং বিক্রিত টিকিট ফেরত নেয়া হচ্ছে না।

বাংলাদেশ রেলওয়ে ঈদে ঘরমুখো যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে গত ৯ জুলাই থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করে। স্বাভাবিকভাবে প্রতিদিন বাংলাদেশ রেলওয়েতে প্রায় ১ লাখ ৮০ হাজার যাত্রী পরিবহন করা হয়ে থাকে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিদিন দুইলাখ ৫০ হাজার যাত্রী পরিবহনের উদ্যোগ নেয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) হাবিবুর রহমান জানান, এবার কমলাপুরে অত্যন্ত সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে টিকেট বিক্রি হয়েছে।

রেলওয়ে পুলিশের ডিআইজি এসএম রুহুল আমিন বলেন, কাউন্টার থেকে টিকেট কালোবাজারি তেমন কোন অভিযোগ পাওয়া যায়নি।
 
রেল সুত্র জানায়, ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে সকল আন্তঃনগর ট্রেনের অফ-ডে বাতিল করেছে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।