স্বাস্থ্যের নতুন রিপোর্ট পেলে মির্জা ফখরুলের জামিনের সিদ্ধান্ত


প্রকাশিত: ০৩:৪৭ এএম, ১৩ জুলাই ২০১৫

নাশকতার অভিযোগে পল্টন থানায় করা তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আনা রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর আদেশ সোমবার।

প্রধানবিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দিবেন। এর আগে গত ৯ জুলাই আদেশের জন্য এই দিন ঠিক করেন সংশ্লিষ্ট বেঞ্চ। তবে আপিল বিভাগের আদেশ অনুযায়ী মির্জা ফখরুলের শারীরিক অবস্থার স্বাস্থ্যগত রিপোর্ট রোবাবার জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওনও বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে সোমবার সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগ পল্টন থানায় পুলিশের করা পৃথক তিন মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশের ওপর আদেশ দেবেন।

গত ৯ জুলাই সুপ্রিমকোর্টের আপিল বিভাগের নতুন করে গঠন করে দেওয়া মেডিকেল বোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৫ জন ডাক্তার থাকার জন্য বলেন আদালত। তারা হলেন (বিএসএমএমইউর) জেনারেল সার্জারি মেডিসিনের-১ জন, রেসপিটারেটরি-১জন, ভাসকুলার সার্জারি-১ জন, মেডিসিন ১ জন ও কার্ডিওলজির ১ জন।  মোট পাঁচ জন মেডেকেলের অধ্যাপক ওই রিপোর্ট তৈরি করবেন।

ওই দিন আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার। উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বদরোদ্দোজা বাদল, এহসানুর রহমান প্রমুখ।

তার আগে গত ৫ জুলাই মির্জা ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠন করে দেওয়া (বিএএসএমএমইউ) মেডিকেল বোর্ডের  প্রতিবেদন না পাওয়ার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ রোববার কোন আদেশ দেননি। মামলাটি রোববার পাসড ওভার করা হয়। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন হাতে আসার পর এ সংক্রান্ত বিষয়ে আদেশ দেয়া হবে ।

এফএইচ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।