রেকর্ড মূল্যে বিক্রি হলো মহারানি ভিক্টোরিয়ার অন্তর্বাস
মহারানি ভিক্টোরিয়ার অন্তর্বাস নিলামে উঠবে, এ খবর আগেই পেয়েছেন জাগো নিউজের পাঠকরা। অবশেষে নিলামে উঠলো এই বিশেষ অন্তর্বাস। বিকোলো রেকর্ড মূল্য ১২,০৯০ পাউন্ডে!
শতক প্রাচীন এই অন্তর্বাসের কোমরের মাপ সাড়ে পঁয়তাল্লিশ ইঞ্চি। আর এতো চড়া দামেও তা সংগ্রহ করতে পিছপা হলেন না ব্রিটিশ সংগ্রাহক। কারণ এই অন্তর্বাসের মালিক যে স্বয়ং মহারানি ভিক্টোরিয়া।
লন্ডনের নিলামঘরে শোরগোল ফেলে দিয়েছিল ১৮৯০-এর দশকে তৈরি একজোড়া ব্লুমার্স। সেই যুগের সম্ভ্রান্ত ইউরোপীয় নারীরা শরীরের নিম্নাঙ্গ সুরক্ষিত রাখতে এই অন্তর্বাস ব্যবহার করতেন।
তবে শুধু প্রাচীনত্বের কারণেই নয়, অন্তর্বাস সম্পর্কে খদ্দেরদের উৎসাহ উসকে দিয়েছিল তার উপরের মার্কা। ব্লুমার্সের গায়ে স্পষ্ট অক্ষরে ছাপ মারা ছিল `ভিআর`। `ভিক্টোরিয়া রেজিনা` সংক্ষেপে ভি আর আদ্যক্ষর ব্যবহার করা হত খোদ ব্রিটিশ সম্রাজ্ঞী মহারানি ভিক্টোরিয়ার ব্যক্তিগত জিনিসপত্র চিহ্নিত করতে। অর্থাৎ প্রাচীন ওই ব্লুমার্স-এর মালিক খোদ মহারানি। এই তথ্য ছড়িয়ে পড়তেই ঐতিহাসিক অন্তর্বাসের দাম চড়তে শুরু করে।
শেষ পর্যন্ত ১২,০৯০ পাউন্ডের বিনিময়ে ব্লুমার্স জোড়া কিনলেন এক ব্রিটিশ নারী সংগ্রাহক। প্রসঙ্গত ভিক্টোরিয়া ব্যবহৃত পোশাক ও অন্তর্বাস এর আগেও নিলামে উঠেছে। কিন্তু এবারের দাম আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।
উইল্টশায়ারের চিপেনহ্যাম অকশন রুমস-এর অন্যতম মুখ্য নিলামদার রিচার্ড এডমন্ডস জানিয়েছেন, `ভিক্টোরিয়ার ব্যক্তিগত পোশাক সংগ্রহের জন্য এর আগে এই দাম পাওয়া যায়নি।`
জানা গিয়েছে, তাপমান নিয়ন্ত্রিত ঘরে টিস্যু পেপারে সযত্নে মুড়ে রাখা ব্লুমার্স জোড়া এতদিন সাসেক্সের এক সংগ্রহশালার স্টোররুমে সংরক্ষিত ছিল। একশো বছর পেরিয়েও তা সম্পূর্ণ অক্ষত রয়েছে। এডমন্ডস জানিয়েছেন, মহারানির পুরনো ফোটোগ্রাফ দেখে কোন্ সময় ওই অন্তর্বাস তিনি ব্যবহার করতেন তা জানা সম্ভব।
এসআরজে