হংকংয়ে সাংবাদিকদের ওপর নজিরবিহীন হামলা


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ১২ জুলাই ২০১৫

হংকং নগরীতে গত বছর গণতন্ত্রপন্থি আন্দোলন চলাকালে রাজনৈতিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে সাংবাদিকদের ওপর ‘নজিরবিহীন’ হামলা হয়েছে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা পর্যবেক্ষণে নিয়োজিত একটি সংস্থা রোববার একথা জানায়।

হংকংয়ের পরবর্তী নেতা নির্বাচনে নিয়ন্ত্রণ আরোপ করলে বেইজিংয়ের একটি রুলিংয়ের কারণে গত বছর চীনের দক্ষিণাঞ্চলীয় নগরী হংকংয়ে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। দু’মাসের বেশি সময় ধরে রাজপথে বিক্ষোভ সমাবেশ চলতে থাকে।

হংকং জার্নালিস্ট সমিতির বার্ষিক প্রতিবেদনে বলা হয়, এসব বিক্ষোভ সমাবেশ চলাকালে ৩০ জনের বেশি সাংবাদিকের ওপর হয় বিক্ষোভকারীরা বা পুলিশ হয়রানি বা শারীরিক নির্যাতন চালায়।

সংগঠনটির সহ-সভাপতি শার্লি ইয়াম বলেন, পানির বোতল ছুড়ে মারা, ঘুষি বা লাথি মারা ক্যামেরা ভেঙে ফেলা ও রাস্তায় ফেলে টানা-হেঁচড়া ইত্যাদি ধরনের হামলা চালানো হয়। শারীরিক আক্রমণের দিক থেকে গত বছর রেকর্ড হয়েছে।

বেইজিং গত বছর ঘোষণা দেয় যে, হংকংয়ের মানুষ প্রথমবারের মতো ২০১৭ সালে তাদের প্রধান নির্বাহী নির্বাচনে ভোট দিতে পারবে তবে বেইজিংপন্থি একটি কমিটি প্রথমে এই পদে প্রার্থিতা যাচাই করবে। এ কারণে বিরোধী দলগুলো এটাকে ‘ভুয়া গণতন্ত্র’ উল্লেখ করে।

গত মাসে হংকংয়ের গণতন্ত্রপন্থি আইনপ্রণেতারা এই বিধানের বিপক্ষে ভোট দেন।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।