টিফিনের জমানো টাকায় ঈদের পোশাক হচ্ছে গরীব বন্ধুদের


প্রকাশিত: ১১:৪৬ এএম, ১২ জুলাই ২০১৫

স্কুলে ১৫ দিন টিফিন না করে টিফিনের জমাকৃত অর্থ তাদের গরীব ও মেধাবি বন্ধুদের হাতে তুলে দিলেন যশোরের বেনাপোল সানরাইজ পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীরা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে এ স্কুলের শিক্ষার্থীরা পবিত্র রমজান মাসে তাদের জমাকৃত অর্থ শিক্ষার্থী কল্যাণ তহবিলে জমা দেয়।

পরে এ স্কুলের পার্শ্ববর্তী কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ১২ জন গরীব ও মেধাবি বন্ধুদের হাতে রোববার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে প্রত্যেককে নতুন জামা কেনার জন্য ৫শ টাকা করে দেয়া হয়। এ টাকা পেয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সৈকত, মিম, সুমা চতুর্থ শ্রেণির উর্মি এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা অনেক খুশি হয়।

সানরাইজ পাবলিক স্কুলের সহকারী প্রধান শিক্ষক এনামুল ইসলাম জাগো নিউজকে জানান, গরীব ও মেধাবি বন্ধুদের ঈদের আনন্দ দিতে এ স্কুলের শিক্ষার্থীরা উদ্যোগটি নিয়েছে। এজন্য আমরা তাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আগামীতে এদের অনুকরণ করে অন্যান্য ছাত্র ছাত্রীরা এগিয়ে আসবে এই প্রত্যাশা করছি।


মো. জামাল হোসেন/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।