দ্বিতীয় ওয়ানডেতে ফাঁকা গ্যালারি


প্রকাশিত: ১০:৫১ এএম, ১২ জুলাই ২০১৫

ক্রিকেট সম্পর্কে সামান্য খোঁজ খবর যিনি রাখেন তাকে যদি এই মুহূর্তে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আনেন, তবে নিশ্চিত তিনি ভুত দেখার মতই চমকে যাবেন। মনে মনে ভাববেন সম্ভবত আমি ভুল কোনো স্টেডিয়ামে চলে এসেছি অথবা স্বপ্ন দেখছি। চিমটি কেটে নিজেকে বাস্তব জগতে প্রমান করার পর ভাববেন সর্বশেষ কবে কখন কোন দলের সাথে এমন ফাঁকা গ্যালারি দেখেছেন। হ্যাঁ, এই মুহূর্তে মিরপুর শে-ই-বাংলা স্টেডিয়ামে প্রায় ফাঁকা গ্যালারিতে খেলা হচ্ছে।

বৃষ্টিস্নাত প্রথম ওয়ানডেতেও এর চেয়ে বেশি দর্শক উপস্থিত ছিল। সেই ম্যাচের আগের তিন দিন হতে টানা বৃষ্টি হওয়ায় দর্শক উপস্থিতি অনুমিতভাবেই কম ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ম্যাচে এমন কম দর্শক দেখে অবাক হয়েছেন মাঠে আসা স্বল্পসংখ্যক দর্শকরা। দক্ষিণ গ্যালারিতে বসা এক দর্শকের এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, `আসলে অবাক ব্যপার, এমনটা খুব কম দেখেছি। মনিপুরের বাসিন্দা হওয়ায় আমি প্রায়সময় ক্লাবের খেলা দেখতে আসি। তখনও এমন দর্শক হয়।`

তবে কেউ কেউ বলছেন রোজা এবং ঈদের কেনাকাটার জন্য অনেকে মাঠে আসার ইচ্ছা থাকলেও আসতে পারেননি। বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানরা তারাবি নামাজ আদায় করতে পারেননা। এই জন্য একটা বড়সংখ্যক দর্শক অনুপস্থিত। আবার অনেকে ঈদের আগে কেনাকাটায় ব্যস্ত। একজন ক্ষোভ প্রকাশ করে বললেন, `রোজার সময় দিবারাত্রির খেলা না দিয়ে দিনে খেলা দিলে ভালো হত।`

আগামী বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একই সময়ে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ।

আরটি/এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।