ঠাকুরগাঁওয়ে লাঞ্ছিতের ঘটনায় ৭ জন সাময়িক বরখাস্ত
ঠাকুরগাঁও সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসে বদলিসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে গত বৃহস্পতিবার কর্মকর্তাদের লাঞ্ছিতের ঘটনায় রংপুর বিভাগের জিএম অফিস থেকে তদন্ত করে ৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকারীরা হলেন, ঠাকুরগাঁও আঞ্চলিক অফিসের অফিসার (ক্যাশ) আনোয়ারুল হক, অফিসার রইসুল আলম, সোনালী ব্যাংক বালিয়াডাঙ্গি শাখার জুনিয়র অফিসার দবিরুল ইসলাম, রানীশংকৈল শাখার জুনিয়র অফিসার দবিরুল ইসলাম, ঘটনার মূল নায়ক শিবগঞ্জ শাখার সহকারী অফিসার গ্রেট-২ আতাউর রহমান, আখানগর শাখার সহকারী অফিসার গ্রেট-২ মকবুল হোসেন, পঞ্চগড় দেবিগঞ্জ শাখার সাপোর্টিং অফিসার-৩ এনামুল হক।
এদিকে ঘটনার জন্য ওই ৭ জনের বিরুদ্ধে শুক্রবার ঠাকুরগাঁও প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ ইসমাইল হোসেন বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সোনালী ব্যাংকের কর্মচারীরা প্রিন্সিপাল অফিসের এজিএম আল মামুন মনসুর আলম, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ গোলাম রসুল, সিনিয়র অফিসার আমিরুল হককে মারপিট করে। এতে এজিএম আল মামুন মনসুর আলম, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ গোলাম রসুল গুরুতর জখম হন। অফিসের লোকজন তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। ওই দিন রংপুর বিভাগ থেকে ৪ সদস্যের একটি দল তদন্ত করার জন্য ঠাকুরগাঁওয়ে আসে।
রবিউল এহসান রিপন/এসএস/আরআইপি