স্থানীয় সরকার মন্ত্রণালয়ে খন্দকার মোশাররফ
স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব পাওয়া ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন রোববার সকালে সচিবালয়ের অফিসে প্রবেশ করেন। এসময় এলজিআরডি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা তার সঙ্গে কার্যালয়ে প্রবেশ করেন।
রোববার সকাল ১১টা ২৮ মিনিটে মন্ত্রী তার কক্ষে প্রবেশ করেন। এর আগে তিনি সদ্য অব্যাহতি পাওয়া এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে তার বেইলি রোডের সরকারি বাসায় সাক্ষাৎ করেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রীর পদ থেকে অব্যাহতি দিয়ে ওই পদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এলজিআরডি মন্ত্রণালয়ের পাশাপাশি আগের মন্ত্রণালয়ে (প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের) অতিরিক্ত দায়িত্ব পালন করবেন এবং সৈয়দ আশরাফুল ইসলাম দফতরবিহীন মন্ত্রী থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এআরএস/পিআর