মিরপুরে আজও বৃষ্টির সম্ভাবনা
বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম ওয়ানডেটি বৃষ্টির কারণে বিকেল ৩টার পরিবর্তে শুরু হয় বিকেল ৫টা ৪০ মিনিটে। সময় নষ্ট হওয়ার কারণে ম্যাচ নেমে আসে ৪০ ওভারে। আর পিচের সুবিধা পুরোপুরি কাজে লাগান দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার কাগিসো রাবাদা। অভিষেকে হ্যাটট্রিকসহ ৬ উইকেট তুলে নিয়ে গড়েন বিশ্ব রেকর্ড। ১৬০ রানে অলআউট হয়ে বাংলাদেশ হেরে যায় ৮ উইকেট।
আজ বিকেল ৩টা শুরু হওয়ার কথা রয়েছে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। কিন্তু আজও বৃষ্টির সম্ভাবনাকে উড়িয়ে দিতে চাইছে না আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ৫১ শতাংশ। দিনে ২ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
এআরএস/এমএস