৭ ন্যানোমিটারের চিপ তৈরি করেছে আইবিএম
যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন (আইবিএম) মাত্র ৭ ন্যানোমিটার ক্ষুদ্র নোড টেস্ট চিপ তৈরি করেছে। এর মধ্যে ২০ বিলিয়ন ক্ষুদ্র সুইচ বা ট্রানজিস্টর রয়েছে। এগুলো কম্পিউটিংয়ের পাওয়ার বাড়াতে সাহায্য করবে।
মোবাইল ডিভাইসগুলোতে বর্তমানে ২২ ন্যানোমিটার চিপের বহুল প্রচলন রয়েছে। ফলে ৭ ন্যানোমিটারের চিপ তৈরিতে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে কাজ করতে হয়েছে সংশ্লিষ্ট গবেষকদের। এ আবিষ্কার সম্ভব হওয়ায় মোবাইল ডিভাইসের আকার আরো ছোট হয়ে আসবে বলে মনে করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির দাবি , নতুন এই চিপটি ভবিষ্যতের ক্লাউড কম্পিউটিং ও বিগ ডেটা সিস্টেমের চাহিদা মেটাতেও সক্ষম হবে।
গবেষকদের মতে, আইবিএমের ওই চিপকে মানব ডিএনএর সঙ্গে তুলনা করা যেতে পারে। মানব ডিএনএর ব্যাস ২ দশমিক ৫ ন্যানোমিটার। সেই হিসাবে তিনটি মানব ডিএনএর সমান আইবিএমের নতুন চিপ ট্রানজিস্টর। ভবিষ্যতে ব্যাপক পরিমাণ ডাটা প্রসেসিং এবং মোবাইল ডিভাইস উত্পাদনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এ প্রযুক্তি। ডিভাইসের কার্যক্ষমতা বাড়তে পারে ৫০ শতাংশ। এছাড়া বর্তমানের তুলনায় বিদ্যুত্ খরচও কমে আসবে ৫০ শতাংশ।
এআরএস/এমএস