উইম্বলডন ফাইনাল : মুগুরুজাকে হারিয়ে শিরোপা সেরেনার


প্রকাশিত: ০৩:৫৬ এএম, ১২ জুলাই ২০১৫

ঐতিহ্যবাহী উইম্বলডন টেনিসের ফাইনালে স্পেনের গার্বাইন মুগুরুজাকে হারিয়ে শিরোপা নিজের নামে করে নিয়েছেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। শনিবার এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসী ওপেনের পর চলতি বছর তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম শিরোপাটিও জিতে নিলেন এই মার্কিন টেনিস সম্রাজ্ঞী।

উইম্বলডনে এটি সেরেনার ষষ্ঠ শিরোপা। আর সব মিলিয়ে এটি তার ২১তম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা। আর একটি মেজর শিরোপা জিততে পারলেই জার্মানীর সাবেক তারকা স্টেফি গ্রাফের ২২ গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলতে পারবেন সেরেনা। সেই সুযোগও পাচ্ছেন চলতি বছর ইউএস ওপেন টেনিসে।

অন্যদিকে, ক্যারিয়ারে এই প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডস্ল্যাম আসরে খেলতে নেমেছিলেন মুগুরুজা। এরপর আবার সেরেনার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপেক্ষ খেলাটা তার জন্য নিঃসন্দেহে কঠিন চাপের বিষয়।

এরপরও সেরেনাকে শক্ত চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছিলেন ২১ বছর বয়সী স্প্যানিশ তারকা। তবে সেরেনাকে আটকাতে তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত  ৬-৪, ৬-৪ সরাসরি সেটে ম্যাচ জিতে নিয়েছেন সেরেনা।

এ নিয়ে টানা ৪টি গ্র্যান্ডস্ল্যাম (গত বছর ইউএস ওপেন দিয়ে শুরু) আসরের শিরোপা জিতলেন সেরেনা উইলিয়ামস। ফলে শনিবার অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের সেন্টার কোর্টে পূর্ণ হলো ‘সেরেনা স্ল্যাম’; টেনিস বিশ্বের ৪টি গ্র্যান্ডস্ল্যাম আসরেই একক কোনো খেলোয়াড়ের টানা বিজয়ী হওয়ার গল্প।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।