বগুড়ায় ১২৫টি টেলিফোন ৬ মাস ধরে বিকল


প্রকাশিত: ০২:১৬ পিএম, ১১ জুলাই ২০১৫

বগুড়ায় শতাধিক টেলিফোন বিকল হয়ে আছে। একবার এক লাইন বিকল হলে তা মাসের পর মাসেও ঠিক করা হচ্ছেনা বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

বগুড়া শহরের জলেশ্বরীতলা, মালতিনগর, খান্দার, ঠনঠনিয়াসহ বিভিন্ন এলাকায় প্রায় ১২৫টি টেলিফোনের লাইন বিকল হয়ে পড়ে আছে। কোনো কোনো লাইন তিন থেকে ছয় মাস পর্যন্ত বন্ধ। এসব লাইন চালু না থাকলেও গ্রাহকদের মাসিক সর্বনিম্ন বিল দিতে হচ্ছে।

বগুড়া শহরের ঠনঠনিয়ার এজেডএম মাসুদ (ফোন নং ৬১৫৬৮) জানান, দুই মাসেরও বেশি সময় ধরে তার লাইনটি বিকল হয়ে আছে। এ নিয়ে বহুবার বিটিসিএল বগুড়া অফিসে যোগাযোগ করা হলেও ঠিক করা হয়নি। কবে ঠিক করা হবে এ বিষয়ে কোনো ধারণাও দেয়নি বগুড়া অফিসের লোকেরা। কিন্তু মাসিক বিল ঠিকই দিতে হচ্ছে। কোনো সেবা না পেলেও বিল ঠিকই পরিশোধ করতে হচ্ছে।

বিটিসিএল বগুড়া অফিসের এসডিই (ফোনস) নারায়ন চন্দ্র সাহা জানান, গ্যাসের পাইপ লাইন বসানোসহ বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে টেলিফোনের সংযোগ কেবল কাটা পড়ে। একবার কেবল কাটা পড়লে তা ঠিক করা ব্যয় সাপেক্ষ।

বর্তমানে কোনো বরাদ্দ না থাকায় মেরামতের কাজ করা সম্ভব হচ্ছেনা। পুরাতন কাজগুলো কোনো মতে চালিয়ে নেয়া হচ্ছে।

লিমন বাসার/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।