নান্দাইলে ৪ খুনের মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার
ময়মনসিংহের নান্দাইলে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. কামালকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। শনিবার বিকেল ৪টার দিকে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর সোহেল আহসান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার একটি লিচু বাগান থেকে অভিযান চালিয়ে কামালকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, জমি-জমা ও পারিবারিক বিরোধের জের ধরে গত ৪ জুলাই রাতে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাশাপাতি গ্রামে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা করেন দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমআরআই