শুভ জন্মদিন পূর্ণিমা
রিয়াজের সঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন। জনপ্রিয়তাও পান এই নায়কের সাথে জুটি বেঁধে। তবে আমিন খান, ফেরদৌস, মান্নাসহ অনেক নায়কের সাথে অভিনয় করেও দর্শকপ্রিয় ছবি তিনি উপহার দিয়েছেন। বলছি মিষ্টি হাসির নায়িকা পূর্ণিমার কথা।
শনিবার (১১ জুলাই) তার জন্মদিন। চট্টগ্রামের ফটিকছড়িতে ১৯৮১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন পূর্ণিমা। জাগো নিউজের পক্ষ থেকে বাংলা ছবির সফল ও জনপ্রিয় এই অভিনেত্রীর জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা।
মোবাইলে জন্মদিনের শুভেচ্ছার প্রতি উত্তরে ধন্যবাদ দিয়ে পূর্ণিমা জানালেন, বরাবর জন্মদিনে নানা কিছু আয়োজন থাকলেও রোজার জন্য এবার তেমন কিছু হচ্ছে না। ইফতারের পর স্বামী ও মেয়েকে নিয়ে ঘরোয়াভাবে খানিকা ঞে চৈ হবে। পাশাপাশি স্বামী, সন্তান নিয়ে সব সময় ভাল থাকতে সবার কাছে দোয়া চেয়েছেন পূর্ণিমা।
সেইসাথে জানালেন, সময় ও সুযোগের অভাবে এবারের রোজা ঈদের জন্য কোনো কাজ করতে পারেননি পূর্ণিমা। তবে কোরবানি ঈদে তার দেখা পাবেন ভক্তরা।
জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৯৮ সালে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় দিলারা হানিফ পূর্ণিমার। এরপর ১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে শতাধিক দর্শকনন্দিত ছবি উপহার দিয়েছেন। পাশাপাশি ছোট পর্দা, অর্থাৎ টেলিভিশনেও করেছেন অত্যন্ত চমৎকার কিছু কাজ।
পূর্ণিমা অভিনীত জনপ্রিয় ছবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘মনের মাঝে তুমি’, ‘মেঘের পরে মেঘ’, ‘হৃদয়ের কথা’, ‘শাস্তি’, ‘সুভা’, ‘রাক্ষুসী’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’, ‘সুলতান’ ইত্যাদি। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিলো না’ ছবির জন্য পূর্ণিমা সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল কন্যাসন্তান জন্ম দেন এ অভিনেত্রী। সন্তান জন্মের পর থেকে বড় পর্দায় অভিনয় থেকে দূরে রয়েছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ওরা আমাকে ভালো হতে দিল না’। সামনে মুক্তি প্রতীক্ষিত রয়েছে ‘ছায়াছবি’।
এলএ/আরআইপি