অস্ট্রেলিয়ার লক্ষ্য ৪১২


প্রকাশিত: ০৮:১৬ এএম, ১১ জুলাই ২০১৫

জয় দিয়ে অ্যাশেজ সিরিজ শুরু করতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ৪১২ রান। আর এজন্য হাতে পুরো দুই দিন পাচ্ছে সফরকারীরা। কার্ডিফে প্রথম ইনিংসে ৪৩০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ২৮৯ রানে গুটিয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড। আর নিজেদের প্রথম ইনিংসে ৩০৮ রান তুলেছিল অস্ট্রেলিয়া।

শুক্রবার সোফিয়া গার্ডেন্সে তৃতীয় দিনে অস্ট্রেলিয়ান বোলারদের সামনে সুবিধা করতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানেরা। সর্বোচ্চ ৬০ রান করে আসে ইয়ান বেল ও জো রুটের ব্যাট থেকে। এদিন শেষ সেশনে ৮২ রানে ৬ উইকেট হারায় ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার হয়ে নাথান লায়ন ৪টি ও জনসন-হ্যাজেলউড-স্টার্ক ২টি করে উইকেট নিয়েছেন। এর আগে সকালে ৫ উইকেটে ২৬৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে দ্রুত গুটিয়ে যায় অস্ট্রেলিয়াও। বাকি ৫ উইকেটে মাত্র ৪৪ রান যোগ করে ক্লার্করা। ২৯ রানে অপরাজিত থাকা ওয়াটসনকে দিয়ে শুরু হয়ে তাদের গুটিয়ে যাওয়া।

ইংল্যান্ডের পক্ষে জেমস অ্যান্ডারসন ৩টি, ব্রড-মার্ক উড ও মইন আলি ২টি করে উইকেট নিয়েছেন।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।