উইম্বলডনের ফাইনালে ফেদেরার-জোকোভিচ


প্রকাশিত: ০৭:০৯ এএম, ১১ জুলাই ২০১৫

স্বাগতিক তারকা অ্যান্ডি মারেকে হারিয়ে রজার ফেদেরার আর ফরাসি রিচার্ড গাসকেকে হারিয়ে নোভাক জোকোভিচ উইম্বলডনের ফাইনাল নিশ্চিত করেছেন। আগামী রোববার ছেলেদের এককের ফাইনালে র্যা ঙ্কিংয়ের শীর্ষে থাকা এই দুই তারকা মুখোমুখি হবেন।

শুক্রবার ২ ঘণ্টা ২২ মিনিটে ফরাসি রিচার্ড গাসকেকে ৭-৬, ৬-৪, ৬-৪ সেটে হারিয়েছেন র্যােঙ্কিংয়ের শীর্ষ তারকা জোকোভিচ। গতবারের চ্যাম্পিয়ন জোকোভিচ এই নিয়ে চতুর্থবারের মতো ফাইনালে উঠলেন।
অন্যদিকে অল ইংল্যান্ড ক্লাবে দ্বিতীয় সেমিফাইনালে ২ ঘণ্টা ৬ মিনিটের লড়াইয়ে তৃতীয় বাছাই স্বাগতিক তারকা মারেকে ৭-৫, ৭-৫, ৬-৪ সেটে হারিয়েছেন সুইস তারকা ফেদেরার।

পিট সাম্প্রাসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৭টি উইম্বলডনের শিরোপার মালিক ফেদেরার ১০ম বারের মতো ফাইনালের টিকিট পেলেন। আর সব গ্র্যান্ডস্ল্যাম মিলে ফেদেরারের ২৬তম ফাইনাল এটি।

টেনিসের উন্মুক্ত যুগে সর্বোচ্চ ১৭টি গ্র্যান্ডস্ল্যামে চ্যাম্পিয়ন ফেদেরার। তবে সবশেষটি জিতেছিলেন তিন বছর আগে। ২০১২ সালের শিরোপাটি ছিল এই উইম্বলডনেই। জোকোকে হারাতে পারলে সাম্প্রাসকে ছাড়িয়ে এককভাবে উইম্বলডনের সর্বোচ্চ শিরোপার মালিক হবেন ফেড-এক্স।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।