রাজবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৬:২৭ এএম, ১১ জুলাই ২০১৫

`নারী ও শিশু সবার আগে, বিপদে-দুর্যোগে প্রাধান্য পাবে` এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের আম্রকানন চত্বর থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এমএ খালেক, রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র শিশু কনসালটেন্ট ডা. গোলাম ফারুক, জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের মেডিকেল অফিসার মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র  ডা. মো. নিয়ামতউল্লাহ প্রমুখ।

রুবেলুর রহমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।