টপ অর্ডারদের বিদায়ে চাপে বাংলাদেশ


প্রকাশিত: ০১:৩২ পিএম, ১০ জুলাই ২০১৫

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে দ্রুত টপ অর্ডারদের বিদায়ে চাপে পড়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৫ রান। সাকিব ৩৯ আর নাসির ২ রান নিয়ে ব্যাট করছে।  

তবে দ্রুত চার উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশ দুই অভিজ্ঞ কাণ্ডারি সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের ব্যাটে প্রাথমিক চাপ সামলে নেয়। কিন্তু আশা জাগিয়েও ডুমিনির বলে ইমরান তাহিরের হাতে লংঅনে ক্যাচ দিয়ে ফিরে যান মুশফিকুর রহিম। এরপর ক্রিস মরিসের বলে বোল্ড হয়ে সাব্বির রহমান (৫) আউট হলে চাপ টা আরও বেড়ে যায়।
 
এর আগে শুরুতেই রাবাদার আক্রমণাত্মক বলের রোষানলে পড়ে বাংলাদেশ। রাবাদা করা অষ্টম ওভারে সৌম্য সরকারকে কভারে ডুমিনির হাতে সহজ ক্যাচ পরিণত করে সাজঘরে ফেরান। ২৭ বলে চারটি চারে ২৭ রান করেন সৌম্য।   
ইনিংসের চতুর্থ ওভারে রাবাদা হ্যাট্রিক করেন। চতুর্থ এবং পঞ্চম বলে তামিম এবং লিটন দাসকে বোল্ড করেন এই প্রোটিয়া। শেষ বলে মাহমুদউল্লাহকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে অভিষেক ম্যাচেই হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন রাবাদা।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম অভিষেকে হ্যাট্রিক করার কৃতিত্ব অর্জন করেছিলেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, লিটন দাশ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।

দ. আফ্রিকা একাদশ: হাসিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিলে রুশো, ফাফ ডু প্লেসিস, ডেভিড মিলার, জেপি ডুমিনি, কাইল অ্যাবট, কাগিসো রাবাদা, ক্রিস মরিস, ফারহান বেহারদিয়েন ও ইমরান তাহির।

আরটি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।