ইন্দোনেশিয়ায় প্রসাধনী কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৫, আহত ৫০


প্রকাশিত: ১২:২৩ পিএম, ১০ জুলাই ২০১৫

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বাইরে একটি প্রসাধনী কারখানায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শুক্রবার ৫ জনের মৃত্যু ও প্রায় অর্ধশত লোক আহত হয়েছে।

কারখানায় একটি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। কারখানাটি জাপানের প্রসাধনী প্রস্তুতকারক ম্যানডম কর্পোরেশনের একটি সাবসিডিয়ারি।

জাকার্তার পুলিশ প্রধান টিটো কারনাভিয়ান সাংবাদিকদের বলেন, ‘অগ্নিকাণ্ডে মোট ৫ জনের মৃত্যু ও আরো ৪৬ জন আহত হয়েছে।’

তিনি আরো বলেন, আহতদের মধ্যে অর্ধেকের বেশি লোকের শরীরের ৭০ শতাংশের বেশি পুড়ে গেছে।
পুলিশ এই ঘটনার কারণ অনুসন্ধানে ফরেনসিক টিম মোতায়েন করেছে।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।