সাঁথিয়ায় ভিজিএফের চালসহ কালোবাজারি আটক


প্রকাশিত: ১১:৪৪ এএম, ১০ জুলাই ২০১৫

সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া বাজার থেকে বৃহস্পতিবার রাতে ৭৫০ কেজি ভিজিএফ চালসহ এক কালোবাজারিকে আটক করা হয়। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বর এবং কালোবাজারিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে।

সাঁথিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া বাজারের কালোবাজারি সেলিম ট্রেডার্সের গোডাউনে অভিযান চালায়। এসময় ওই গোডাউন থেকে দুস্থদের মধ্যে বিলি না করা ৭৫০ কেজি ভিজিএফ এর চাল উদ্ধার ও কালোবাজারি সেলিমকে হাতে নাতে আটক করেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরো জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রতিজনের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ করে। ৭৫০ কেজি ভিজিএফ এর চাল বিলি না করে পাচারের উদ্দেশ্যে ওই স্থানে রাখা ছিল বলে ধারণা করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা করমজা ইউনিয়ন পরিষদে যাওয়ার পর স্থানীয় জনতা চেয়ারম্যান ও তার সহযোগী কালোবাজারি সেলিমকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তাকে গ্রেফাতারের জন্য দাবি জানাতে থাকে। এরপরই শুক্রবার দুপুরে সাঁথিয়া থানায় উপজেলা প্রকল্প কর্মকর্তা বাদী হয়ে ইউপি চেয়ারম্যান শামসুর রহমান, মেম্বর মজনু, কালোবাজারি সেলিম, কাদের ও মোতালেব নামক আরো ২ জনকে আসামি করে মামলা করেন।  

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জাগাে নিউজকে জানান, আসামিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে।

একে জামান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।