‘নেইমার যাওয়ার পরই তো বার্সার হৃদয় ভেঙেছে’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৭

নেইমার ছিলেন যেন বার্সেলোনার অবিচ্ছেদ্য একটি অঙ্গ। পরিবারের একজন সদস্যকে হারিয়ে ফেললে যেমন সবাই ব্যথিত হয়, নেইমারের বার্সা ছাড়ার ঘোষণায় ব্যাথাতুর হয়ে পড়েছিলেন দলটির সব খেলোয়াড়। হঠাৎ নেইমারের বার্সা ছাড়ার ঘোষণায় যেন বাজ পড়েছিল পুরো বার্সার ওপর। আজও নেইমারের দল ছাড়ার দুঃখ ভুলতে পারছেন না দলটির খেলোয়াড়রা।

বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে সেই দুঃখ ভুলতে পারছেন না এখনও। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেয়া সাক্ষাৎকারে পিকে বলেন, ‘যখন নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার ঘোষণা দিয়েছিল, আমাদের হৃদয় তো তখনই ভেঙে গিয়েছিল।’

কেন নেইমার বার্সা ছাড়লেন সেটা জানেন পিকে। যদিও সেটা প্রকাশ্যে উল্লেখ করেননি। তিনি বলেন, ‘কেন নেইমার পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সে কারণ আমরা সবাই অনুধাবন করতে পেরেছি। কেন তিনি প্যারিস গিয়েছেন সেটাও জানি।’

পিকে একাই নন শুধু, নেইমারের বার্সা ছাড়ার ঘোষণায় কষ্ট পেয়েছেন দলটির সমর্থকরাও। পিএসজিতে নেইমারের যখন যাওয়ার কথা চলছিল, তখন পিকে কিন্তু বেশ চেষ্টা করেছিলেন তাকে ধরে রাখার জন্য। কিন্তু ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা ছেড়ে যান নেইমার। সে কথা বলেন পিকে।

তিনি বলেন, ‘সত্যি সত্যি আমি চেষ্টা করেছিলাম। একজন বার্সা সমর্থক হিসেবে বিষয়টাতে আমার খুব কষ্ট লেগেছে। আমি এটাও বুঝতে পেরেছি, তার চলে যাওয়ার ঘোষণায় অনেক বার্সা সমর্থকও কষ্ট পেয়েছেন।’

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।