আগস্টে অবসর নিচ্ছেন সাঙ্গাকারা


প্রকাশিত: ০৫:২১ পিএম, ০৯ জুলাই ২০১৫

শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ঘোষণা দিয়েছিলেন আর চারটি টেস্ট খেলার পর অবসর নেবেন। সে চার টেস্টের দু’টি এরইমধ্যে খেলে ফেলেছেন তিনি। বাকি দু’টিও খেলার দিনক্ষণ চূড়ান্ত। সে হিসেবে আসছে আগস্টের ২৪ তারিখই হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাঙ্গাকারার বিদায়ের দিন।

বৃহস্পতিবার শ্রীলঙ্কা ও ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে দু’দেশের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজের সূচি।

এই সিরিজ খেলতেই আগস্টে শ্রীলঙ্কা সফর করবে ভারতের জাতীয় ক্রিকেট দল। প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ১২ আগস্ট। আর সাঙ্গাকার বিদায়সূচক দ্বিতীয় ম্যাচটি কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৪ আগস্ট। সেদিনই পর্দা নামবে সাঙ্গাকারার ১৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের।

১৩২টি টেস্ট খেলে এখন পর্যন্ত সাঙ্গাকারার সংগ্রহ ১২,৩০৫ রান। আর ওয়ানডেতে ৪০৪টি ম্যাচে তিনি রান করেছেন ১৪,২৩৪।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।