বোলারদের বাজে পারফরম্যান্সে অখুশি ধোনি
চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি২০ ক্রিকেটে রেকর্ড গড়ে বড় জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। কিন্তু খুশি হতে পারছেন না দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কারণটা কী? উত্তরে ধোনি বলেছেন, ‘দল জিতেছে; এর কারণ ব্যাটসম্যানরা ভাল ব্যাটিং করেছে। কিন্তু দলের বোলাররা বাজে পারফরম্যান্স করেছে। বোলিং নিয়ে দুশ্চিন্তায় আছি। এমনটা হলে সামনে বিপদ আছে। কারণ ব্যাটসম্যানরা তো আর প্রতি ম্যাচে ২৪০ বা এর কাছাকাছি রানের স্কোর গড়ে দিবে না।’
উল্লেখ্য, সোমবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কোনো একটি ম্যাচে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে চেন্নাই সুপার কিংস। গত বছর সেপ্টেম্বরে জয়পুরের মাটিতে স্কোরচার্সের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ২৪২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ওটাগো। সোমবার এই রেকর্ডে ভাগ বসিয়েছে চেন্নাই। এ রাতে দক্ষিণ আফ্রিকান দল ডলফিনের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪২ রান করেছে ধোনির দল। ম্যাচে চেন্নাই জয় পেয়েছে ৫৪ রানে।
কিন্তু ম্যাচশেষে ধোনি বলেছেন, ‘সুরেশ রায়না ব্রেন্ডন ম্যাককুলামকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। এই দুই ব্যাটসম্যানের কারণেই ম্যাচটি জিতেছি আমরা। বিশেষ করে রায়নার ইনিংসটির কথা বলতেই হচ্ছে। এটিই ম্যাচের টার্নিং পয়েন্ট। তবে বোলাররা ভাল করেছে এমনটা বলতে পারছি না।’
উল্লেখ্য, চেন্নাইকে ২৪২ রানের সংগ্রহ দিতে ৪৩ বলে ৯০ রানের ইনিংস খেলেছেন রায়না। আর ম্যাককুলাম ২৯ বলে ৪৯ রানের ইনিংস খেলেছেন। ধোনি অবশ্য এই ম্যাচে প্রথম বল মোকাবেলা করেই ‘গোল্ডেন ডাক (শূন্য রান)’ পেয়েছেন। অন্যদিকে, ডলফিন তাদের ইনিংসের প্রথম ৫ ওভারেই ২ উইকেট হারিয়ে ৮৫ রান করেছে। যা চ্যাম্পিয়ন্স লিগে একটি রেকর্ড।