প্রতিদিন ৪২০ কোটি টাকার লেনদেন মোবাইল ব্যাংকিংয়ে


প্রকাশিত: ০৫:১১ এএম, ০৯ জুলাই ২০১৫
ফাইল ছবি

মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক লেনদেন জনপ্রিয়তার পাশাপাশি প্রতি মাসেই বাড়ছে লেনদেনের পরিমাণ। গত মে মাসে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪২০ কোটি পাঁচ লাখ টাকা। আর দিনে গড় লেনদেনের সংখ্যা তিন লাখ ১৮ হাজারেও বেশি।

এ খাতের ওপর বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-মে মাসের পর্যালোচনা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী- প্রতিটি লেনদেনের গড় পরিমাণ থাকছে এক হাজার ৩২০ টাকা। এপ্রিলের তুলনায় মে মাসে সামগ্রিকভাবে মোবাইলে লেনদেন বেড়েছে গড়ে ৬ দশমিক ৪৫ শতাংশ। এপ্রিলে প্রতিদিন গড় লেনদেন ছিল ৩৯৪ কোটি ৫৮ লাখ টাকা।

এপ্রিল মাসে সব মিলে লেনদেন হয় ১১ হাজার ৮৪০ কোটি টাকা। অন্যদিকে মে মাসে লেনদেনের পরিমাণ ১২ হাজার ৬০০ কোটি টাকা অতিক্রম করেছে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।