পিরোজপুরে টানা বর্ষণে তলিয়ে গেছে সোনালী ব্যাংক
নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা পিরোজপুরের কাউখালীতে প্রবল বর্ষণে এবং জোয়ারের পানিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সরকারের ট্রেজারার ব্যাংক সোনালী ব্যাংকে পানি ঢুকে স্বাভাবিক কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। এছাড়া ৭টি উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। প্রাকৃতিক এ দুর্যোগের ফলে অফিস-আদালত, রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনাও এখন পানির নিচে।
বর্ষাকালীন আবাদকৃত ফসল এবং মৎস্য ঘেরগুলোকে নিয়ে কৃষি ও মৎস্য বিভাগ ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। দুর্যোগের কারণে বর্ষণ অব্যাহত থাকলে ফসলে পঁচন এবং ঘেরগুলো ডুবে গিয়ে মাছ বের হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, সোনালী ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের ভেতর প্রবেশ করতে পারছেন না। ব্যাংক কর্তৃপক্ষ পাওয়ার পাম্প দিয়ে পানি সেচ করে কিছুটা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। পানি ঢুকে কম্পিউটারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্রের ক্ষতি হয়েছে।
সোনালী ব্যাংকের ম্যানেজার তালুকদার মহিউদ্দীন জাগো নিউজকে জানান, বৃষ্টির পানি ব্যাংকের ভেতরে ঢুকে যাওয়ায় স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলপত্রসহ কম্পিউটারের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
এদিকে, নিম্ন আয়ের দিনমজুর ও কর্মজীবী মানুষেরও দুর্ভোগ বেড়েছে। বেড়েছে জেলার নদী ভাঙন। হুমকির মুখে রয়েছে বেড়িবাঁধ।
হাসান মামুন/এমজেড/এমআরআই