সিরাজগঞ্জে সওজের নির্বাহী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত


প্রকাশিত: ০৫:৪৮ এএম, ০৮ জুলাই ২০১৫

বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জে বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মহাসড়ক সংস্কার ও মেরামত ত্রুটিপূর্ণ ও দূর্বল মনিটরিং এর কারণে মঙ্গলবার বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংস্থাপন তাকে সাময়িক বরখাস্ত করে।

এদিকে, রাতেই আদেশ ওয়েবসাইটে দেওয়া হয়েছে বলে সড়ক ও জনপথ বিভাগ সূত্রটি জানায়। রাষ্ট্রপতির আদেশক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এমএএন ছিদ্দিক তার বরখাস্তের নোটিশে স্বাক্ষর করেন। সাময়িক বরখাস্তকালীন সময়ে সওজ প্রধান কার্যালয়ে তাকে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।  

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফুল ইসলাম পিকে ও নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। বরখাস্ত হওয়া নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন বর্তমানে ফরিদপুর জেলার সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বে আছেন।

জানা গেছে, গত অর্থবছরে সিরাজগঞ্জ জেলার নলকা সেতু হয়ে বগুড়া-নগরবাড়ি সড়কে হাটিকুমরুল মোড় থেকে চান্দাইকোনা পর্যন্ত প্রায় ২১ কি.মি.সহ উল্লা­পাড়া থেকে বাঘাবাড়ি পর্যন্ত ২৭ কি.মি.সহ মোট ৪৮ কি.মি. অংশে ঠিকাদারী প্রতিষ্ঠান আজাদ কনস্ট্রাকশনকে দিয়ে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে সংস্কার ও মেরামত করা হয়। ওই সংস্কার কাজ করা হলেও গত কয়েক দিনের বৃষ্টিতেই মহাসড়কের বিভিন্ন অংশে প্রচুর খানাখন্দের সৃষ্টি হলে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।  

এদিকে, কয়েকদিন আগে এ সংক্রান্ত একটি রিপোর্ট জাগোনিউজটুয়েন্টিফোর ডট কমসহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হলে যোগাযোগ মন্ত্রণালয়ের একটি বিশেষ দল এসে প্রাথমিক তদন্ত করেন। তদন্তে নিম্নমানের কাজ ও তদারকির গাফলতির বিষয়টি প্রমানিত হওয়ায় সওজ বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে বর্তমান নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে এই মহাসড়কের সংস্কার কাজ করা হচ্ছে। বরখাস্তের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার।
   
বাদল ভৌমিক/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।