সিরাজগঞ্জে সওজের নির্বাহী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত
বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জে বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মহাসড়ক সংস্কার ও মেরামত ত্রুটিপূর্ণ ও দূর্বল মনিটরিং এর কারণে মঙ্গলবার বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংস্থাপন তাকে সাময়িক বরখাস্ত করে।
এদিকে, রাতেই আদেশ ওয়েবসাইটে দেওয়া হয়েছে বলে সড়ক ও জনপথ বিভাগ সূত্রটি জানায়। রাষ্ট্রপতির আদেশক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এমএএন ছিদ্দিক তার বরখাস্তের নোটিশে স্বাক্ষর করেন। সাময়িক বরখাস্তকালীন সময়ে সওজ প্রধান কার্যালয়ে তাকে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফুল ইসলাম পিকে ও নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। বরখাস্ত হওয়া নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন বর্তমানে ফরিদপুর জেলার সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বে আছেন।
জানা গেছে, গত অর্থবছরে সিরাজগঞ্জ জেলার নলকা সেতু হয়ে বগুড়া-নগরবাড়ি সড়কে হাটিকুমরুল মোড় থেকে চান্দাইকোনা পর্যন্ত প্রায় ২১ কি.মি.সহ উল্লাপাড়া থেকে বাঘাবাড়ি পর্যন্ত ২৭ কি.মি.সহ মোট ৪৮ কি.মি. অংশে ঠিকাদারী প্রতিষ্ঠান আজাদ কনস্ট্রাকশনকে দিয়ে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে সংস্কার ও মেরামত করা হয়। ওই সংস্কার কাজ করা হলেও গত কয়েক দিনের বৃষ্টিতেই মহাসড়কের বিভিন্ন অংশে প্রচুর খানাখন্দের সৃষ্টি হলে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
এদিকে, কয়েকদিন আগে এ সংক্রান্ত একটি রিপোর্ট জাগোনিউজটুয়েন্টিফোর ডট কমসহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হলে যোগাযোগ মন্ত্রণালয়ের একটি বিশেষ দল এসে প্রাথমিক তদন্ত করেন। তদন্তে নিম্নমানের কাজ ও তদারকির গাফলতির বিষয়টি প্রমানিত হওয়ায় সওজ বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে বর্তমান নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে এই মহাসড়কের সংস্কার কাজ করা হচ্ছে। বরখাস্তের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার।
বাদল ভৌমিক/এসএস/এমএস