অনুমোদনহীন বিলবোর্ডসহ যাত্রী ছাউনি সরিয়ে নিতে নির্দেশ


প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৭ জুলাই ২০১৫

অনুমোদনহীন সকল বিলবোর্ড ও যাত্রী ছাউনি সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এর আগে এক মাস সময় বেধে দিয়ে সব ধরনের অনুমোদনহীন বিলবোর্ড ও যাত্রী ছাউনি সরিয়ে নেয়ার মৌখিক নির্দেশ দেয়ার পর দক্ষিণ সিটি কর্পোরেশন এই লিখিত নির্দেশ দিলো।

সূত্র জানিয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইউনিপোল, ডাবলডেকার বিলবোর্ড সরিয়ে নিতে ১৫ দিন সময় বেধে দিয়েছে। এর মধ্যে এসব সরিয়ে নেয়ার কঠোর নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে রাজধানীতে যেসব এলাকায় যত্রতত্র ও অনুমোদনহীন যাত্রী ছাউনি রয়েছে সেগুলোও ১৫ দিনের মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছে।

জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন জাগো নিউজকে বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সুন্দর, পরিছন্ন ও পরিষ্কার রাখতে আমাদের নিরলস চেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু নগরীর যত্রতত্র ইউনিপোল, ডাবলডেকার বিলবোর্ড ও যাত্রী ছাউনিগুলো এর অন্তরায়। তাই আমরা নির্দেশ দিয়েছি এগুলো ১৫ দিনের মধ্যে সরিয়ে নিতে।

১৫ দিনের মধ্যে এগুলো সরিয়ে না নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি করেন খোকন।

জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও ব্যক্তি খাতের সব বিজ্ঞাপনদাতাদের এ ব্যাপারে জানিয়ে দিয়েছে।

কর্পোরেশন সূত্রে জানা গেছে, কোনো প্রভাবে সিটি কর্পোরেশন এই সিদ্ধান্ত থেকে পিছু হঠবে না। দলীয় বা অন্য কোনো চাপে ছাড় দেয়া হবে না এবার। অনেকটা অনমনীয় মনোভাব নিয়েই এভার অনুমোদনহীন বিজ্ঞাপনের বিরুদ্ধে মাঠে নামা হচ্ছে।

জানা গেছে, গত ১ জুলাই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আদেশ জারি করে সকল ইউনিপোল, ডাবলডেকার বিলবোর্ড ও যাত্রী ছাউনির অনুমোদন বাতিল করেছে। বিজ্ঞাপন দাতারা নিজেদের থেকে এসব বিজ্ঞাপন সরিয়ে না নিলে সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালাবে ২২ জুলাইয়ের পর। উচ্ছেদ ব্যয় আদায় করা হবে সংশ্লিষ্টদের কাছ থেকে।

সূত্র জানায়, এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক মৌখিকভাবে এক মাস সময় বেধে দিয়ে তার এলাকার সব অবৈধ বিলবোর্ড সরিয়ে নেয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি এ সংক্রান্ত একটি নীতিমালা করার নির্দেশ দিয়েছেন।

এসএ/এআরএস/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।