টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ইডেনে!


প্রকাশিত: ১২:১২ পিএম, ০৭ জুলাই ২০১৫

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হতে পারে ইডেন গার্ডেন্সে। এ নিয়ে বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়া ও সচিব অনুরাগ ঠাকুরের মধ্যে কথা হচ্ছে। তবে ফাইনালের আসর কোথায় হবে তা নিশ্চিত হবে বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠকে।  
এদিকে, জিম্বাবুয়ে সফরের জন্য মঙ্গলবারই রওনা হচ্ছে টিম ইন্ডিয়া। চোটের জন্য জিম্বাবোয়ে সফর থেকে ছিটকে গেলেন ভারতের স্পিনার কর্ণ শর্মা। দল নির্বাচনের পর দেখা যায় কর্ণের আঙুলে চোট রয়েছে। আঙুলে চিড় থাকায় বাদ পড়েন কর্ণ। তার পরিবর্তে অবশ্য কোনও ক্রিকেটার নিচ্ছে না ভারতীয় বোর্ড।

প্রসঙ্গত, জিম্বাবোয়ে সফরে তিনটি একদিনের  ম্যাচ ও দুটি টি-২০ খেলবে অজিঙ্কা রাহানের নেতৃত্বে ভারতের দ্বিতীয় সারির দল। ১০ জুলাই প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবুয়ে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।