সরানো হচ্ছে না সৈয়দ আশরাফকে!


প্রকাশিত: ১১:২৯ এএম, ০৭ জুলাই ২০১৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হচ্ছে না বলে সূত্র জানিয়েছে। মঙ্গলবার দুপুরের পর থেকে সৈয়দ আশরাফকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়।

তবে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত কোনো সূত্র বিষয়টি নিশ্চিত করেনি। এদিকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বিকেলে সাংবাদিকদের বলেন এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

সূত্র জানায়, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া নির্দেশ দেন। একনেক সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৬ হাজার ৭৬ কোটি টাকার একটি প্রকল্প নিয়ে আলোচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফ উপস্থিত হননি।

বৈঠক সূত্র জানায়, এ সময় প্রধানমন্ত্রী বলেন “উনি (সৈয়দ আশরাফুল ইসলাম) মিটিংয়ে কম আসেন, তাই তাতে সরিয়ে দিলে ভালো হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের ২য় মেয়াদেও সৈয়দ আশরাফ এ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এছাড়াও তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এসএ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।