হংকংয়ের কাছে হেরে বিদায় নিল বাংলাদেশ


প্রকাশিত: ১২:০২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৪

এশিয়ান গেমস হংকংয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিলো বাংলাদেশ। আসরে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না মামুনুলদের সামনে। দক্ষিন কোরিয়ার ইনচনে অনুষ্ঠানরত এ ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে ২-১ গোলে পিছিয়ে থাকে বাংলাদেশ। শেষ দিকে গোলের জন্য বাংলাদেশ মরিয়া হয়ে খেললেও গোলের দেখা পায়নি।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধেও পাল্টা-পাল্টি আক্রমণের ম্যাচে ভালোই করছিল বাংলাদেশ। তবে ৫৪ মিনিটে হংকং এগিয়ে যায় ১-০ গোলে। ৭৩ মিনিটে হংকং আরও একটি গোল পাওয়ায় ব্যবধান দ্বিগুণ হয়। ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায় বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ৭৭ মিনিটে বাংলাদেশকে গোল উপহার দিয়েছেন বদলি খেলোয়াড় আমিনুর রহমান সজীব। ম্যাচের বাকিটা সময় কোনো দলই আর গোল না পেলে হংকং ম্যাচ জিতে নেয় ২-১ গোলের ব্যবধানে। অন্যদিকে, বাংলাদেশকে পুড়তে হয়েছে স্বপ্ন ভঙ্গের বেদনায়।

ব্যর্থতার বোঝা মাথাই নিয়ে এবারও ইনচন যাত্রা শুরু বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচেই সব দৃশ্যপট পাল্টে দেয় মামুনুলরা। সাফ চ্যাম্পিয়ন আফগানিস্তানকে ১-০ গোলে হারিয়ে স্বপ্ন পূরণের পথে যাত্রা শুরু করে বাংলাদেশ। দলপতি মামুনুলের একমাত্র গোলে ২৮ বছরের আক্ষেপ ঘোঁচায় বাংলাদেশ। স্বপ্নের পথে প্রথম যাত্রাটা সুখকর হলেও দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে পেরে উঠেনি বাংলাদেশ। ৩-০ গোলে হার মানে লাল-সবুজ জার্সিধারীরা। আর আজকের ম্যাচে হংকংয়ের কাছে হেরে যাওয়ায় ফুটবলপ্রেমিদের মাঝে উঁকি দেয়া স্বপ্ন উবে গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।