চিকিৎসকের অবহেলায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০৬ জুলাই ২০১৫

বাগেরহাটের শরণখোলা উপজেলায় চিকিৎসকের অবহেলায় রুবি আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম হাওলাদারের স্ত্রীর রোববার ১২টার দিকে প্রসব বেদনা শুরু হলে একই এলাকার বাসিন্দা রুবির বড় ভাই খোকন তালুকদারের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন রাত ২ টা। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগে কোন ডাক্তার নেই। ঘুম থেকে কর্তব্যরত নার্সকে জাগিয়ে তোলেন রোগীর স্বজনরা কিন্তু তাতেও কোন কাজ হয় না। রাত ২টা হতে সকাল ১০টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা হাসপাতালের ফ্লোরে কাটে রুবির।

এমন খবর পেয়ে স্থানীয় এক সংবাদ কর্মী সকাল ১১টার দিকে স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দারকে বিষয়টি জানালে তিনি ওই গৃহবধূর চিকিৎসা না করেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন। কিন্তু পথিমধ্যে খুলনার রূপসা এলাকায় মারা যায় ওই গৃহবধূ।

নিহত রুবির ভাই ও তার স্বজনরা অভিযোগ করেন, নার্স ও ডাক্তারদের অবহেলার কারণে অকালে মৃত্যু ঘটেছে রুবি। তারা রুবির এই অকাল মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ বিষয় শরণখোলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার মুঠোফোনে জানান, হাসপাতালে কোন রোগী এলে ডাক্তার না থাকলেও নার্সদের দায়িত্ব ডাক্তারদের কল করা। কিন্তু মুমূর্ষু ওই গৃহবধূর বিষয়টি কেউ তাকে অবহিত করেনি।

বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. বাকির হোসেন মুঠোফোনে জানান, চিকিৎসা ছাড়া প্রসব বেদনায় গৃহবধূর মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তবে বিষয়টি তিনি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

শওকত আলী বাবু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।