উখিয়ার গহীন অরণ্যে মানব কঙ্কাল উদ্ধার


প্রকাশিত: ১১:১৪ এএম, ০৬ জুলাই ২০১৫

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের সীমান্তবর্তী রেজু আমতলী সংলগ্ন বরগৈয়ারচর নামক গহীন অরণ্যে অজ্ঞাত ব্যক্তির কঙ্কালের সন্ধান পাওয়া গেছে।  এ নিয়ে সীমন্ত এলাকায় বসবাসকারী লোকজনের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে, ১ সপ্তাহ ধরে কঙ্কালের মস্তকটি পড়ে থাকার খবর আসলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কোন তৎপরতা লক্ষ্য করা যায় নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সাম্প্রতিক সময়ে গহীন পাহাড়ের বরগৈয়ারচর নামক ঘোনায় একটি মস্তক কঙ্কাল সবার নজরে আসে। মস্তক যেখানে আছে তার একটু ভেতরে ঘোনার মাথায় পড়ে আছে একটি জিন্স প্যান্ট ও একটি বেল্ট।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, কঙ্কালটি আনুমানিক মাস-দেড়েক আগের । তবে কঙ্কালটি কার তা নিয়ে কেউ কিছু বলতে পারছে না। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো কারণে খুন হওয়া ব্যক্তি নিরবে কঙ্কাল হয়ে পড়ে রয়েছে।

রাজাপালং ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক রাশেল উদ্দিন সুজন জানান, অজ্ঞাত এ কঙ্কালটি দেখার পর উখিয়া থানাকে অবহিত করা হয়। কিন্তু থানা পুলিশ এ ব্যাপারে কোনো আগ্রহই দেখায় নি।

এলাকাবাসীর ধারণা পুলিশ গুরুত্ব দিয়ে চেষ্টা করলে কঙ্কালটির রহস্যটি বেরিয়ে আসবে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জহিরুল ইসলাম বলেন, বিষয়টি লোক মুখে শুনেছি। দুর্গম এলাকা হওয়ায় পুলিশ যায় নি। জনপ্রতিনিধি কিংবা কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করা হবে।

সায়ীদ আলমগীর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।