হাইকোর্টে রিট করে এমএলএম প্রতারণা চলছে : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, হাইকোর্টে রিট করে দেশে এমএলএম প্রতারণা চলছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্স দেওয়া হলো না। লাইসেন্সও পেল না। এরপর হাইকোর্টে রিট করে তারা ব্যবসা করছে। সোমবার দুপুরে জাতীয় সংসদে ৩ শ’ বিধিতে দেয়া এক বিবৃতিতে একথা বলেন তিনি।
তিনি বলেন, মাননীয় স্পিকার দেখুন কিভাবে সাধারণ মানুষ প্রতারণার শিকার হয়। বর্তমান এমএলএম ব্যবসার নামে দেশে কোন প্রতিষ্ঠানের লাইসেন্স নেই। হাইকোর্টে রিট করে যারা প্রতারণার ফাঁদ পেতে নিরীহ মানুষকে ঠকাচ্ছে, তাদের ব্যাপারে দেশবাসীকে সর্তক থাকারও আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।
এসময় তিনি হাইকোর্ট সম্পর্কে প্রধান বিচারপতির মন্তব্য উল্লেখ করে বলেন, আমি হাইকোর্ট সম্পর্কে কোন মন্তব্য করছি না। কিন্ত যেখানে মন্ত্রণালয় আপিল খারিজ করে দিলো, সেখানে হাইকোর্টে রিট করে ব্যবসা করছে। অন্যভাবে হাইকোর্টে অবৈধ ব্যবসায়ীরা রিট করে ব্যবসা করছে। এর আগে ডেসটিনিসহ বেশ কিছু কোম্পানি সাধারণ মানুষকে পথের ভিখারি করেছে। এখন হাইকোর্টের রিটের সুবিধা নিয়ে নীরিহ সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এখনো অতি সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের রিট খারিজ করার জন্য চেষ্টা করা হচ্ছে বলে তিনি সংসদকে জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) তে ২৭টি এমএলএম কোম্পানি আবেদন করে। বাণিজ্য মন্ত্রণালয়ে তাদের শুনানি গ্রহণ করা হয়। এতে দেখা যায় যে, এসব কোম্পানির পণ্যের মান, প্রকৃত মূল্যে বিনিময় এবং সেবার উপাদান অনুপস্থিত। এছাড়া এসবের মোড়কের মান সঠিক নয়। তাই এমএলএম কোম্পানি আইনের ৬ ধারায় এসবের লাইসেন্স বাতিল করা হয়। এরপর এসব কোম্পানি হাইকোর্টে রিট করে ব্যবসা পরিচালনা করছে।
এসময় তোফায়েল আহমেদ উল্লেখ করেন, আরজেএসসি অফিস থেকে পরীক্ষা-নিরীক্ষা করে মাত্র ৪টি কোম্পানিকে দেশে এমএলএম ব্যবসা করার অনুমোদন দিয়েছিলো, পরবর্তীতে এসব সংগঠনের কার্যক্রম সন্তোষজনক না হওয়ায় গত ৪ মার্চ তাদের লাইসেন্সও বাতিল করা হয়।
বাণিজ্যমন্ত্রী এসময় লাইসেন্স বাতিলকৃত কোম্পানিগুলোর নাম তুলে ধরেন সংসদে। এর মধ্যে রয়েছে লাইসেন্সের জন্য আবেদনকৃত কোম্পানির মধ্যে এবি নিউট্রিক ইন্টারন্যাশনাল লিমিটেড, অ্যাডভান্স বাংলা লি., দেশান (বাংলাদেশ) প্রাইভেট লি., ডি ক্লাসিক লাইফ (বিডি) প্রাইভেট লি., ড্রিম টুগেদার প্রাইভেট লি., এক্সসিলেন্ট ফিউচার মার্কেটিং লি., ফরইভার লিভিং প্রডাক্টস বাংলাদেশ লি., পিনাসেল সোর্সিং লি., রিচ বাংলাদেশ সিস্টেমস লি., এসএমএন গ্লোবাল লি., সানুস লাইফ (বিডি) প্রাইভেট লি., থানসি (বাংলাদেশ) কোম্পানি লি., লাইফওয়ে (বিডি) প্রাইভেট লি., লাক্সার গ্লোবাল এন লি., ম্যাকনম ইন্টারন্যাশনাল লি., মিশন-১০ লি., এমওয়ে ইন্টারন্যাশনাল লি., ভিশন ইন্ডাস্ট্রিজ (বাংলাদেশ) প্রাইভেট লি., ওয়ার্ল্ড মিশন-২১ লি. ও এমএক্সএন মডার্ন হারবাল ফুড লি. ।
এইচএস/এসএইচএস/আরআই